রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ০৫Rajat Bose
রিয়া পাত্র: দেখতে দেখতে এক সপ্তাহ পেরিয়ে গেল বইমেলার। দুই ম্যাসকট মেলার কোন জায়গায় ধুলো বেশি, মুখস্থ করে ফেলেছে। তবুও অকাতরে সেলফির আবদার মেটাচ্ছে। একজন অন্যমনস্ক হলে, অন্যজন ডেকে নিচ্ছে মিষ্টি করে। তাতে কী হাসি খুদের! গত কয়েকদিন ধরে পাঠক মেলায় ঢুকেই খোঁজ করছেন প্রিয় কবি–সাহিত্যিকের, বইয়ের প্রথম পাতায় শুভেচ্ছা বার্তা লিখিয়ে নিচ্ছেন। লেখক–পাঠক, অনেকেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নস্টালজিক হয়ে পড়ছেন। বই নিয়ে, লেখালিখি নিয়ে, পড়াশোনা নিয়ে কথা বলতে বলতেই উঠে আসছে তাঁদের যুবক–যুবতী বেলার কথা, ময়দানের মেলার কথা।
আজকাল–এ রঞ্জন বন্দ্যোপাধ্যায়–পরান বন্দ্যোপাধ্যায়
চলতি বছরে আজকাল থেকে প্রকাশিত হয়েছে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ‘স্টার বিনোদিনী থিয়েটার’, পরান বন্দ্যোপাধ্যায়ের ‘পরান ঝাঁপি’। দু’জনেই বুধবার উপস্থিত ছিলেন আজকাল–এর স্টলে। ২০২৫ রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখক জীবনের ৫০ বছর। কথা প্রসঙ্গে বললেন, স্টার বিনোদিনী থিয়েটারের কথা, বললেন ময়দানের বইমেলা, নস্টালজিয়ার কথা। অভিনেতা থেকে পরপর বই প্রকাশ, পরান বন্দ্যোপাধ্যায় বলছেন, সেটা বড় কথা নয়। বড় কথা এই মেলায় সকলের সঙ্গে দেখা হওয়া। মুখোমুখি হওয়া। এদিন আজকাল–এর স্টলে উপস্থিত ছিলেন শান্তনু রায়চৌধুরী, মালা পালও।
দে’জ–এর তিন বই প্রকাশ
৫ ফেব্রুয়ারি, বুধবার বইমেলায় প্রকাশিত হল মিতা চট্টোপাধ্যায়ের ‘স্মৃতির পাতায় পাতায়’, পরান বন্দ্যোপাধ্যায়ের ‘যে কথা বলিনি আগে’ এবং অরুণোদয়ের ‘জলের বায়োস্কোপ’।
সুনীল গঙ্গোপাধ্যায় ও নবনীতা দেবসেন স্মরণে সাহিত্য বাসর
দি বেঙ্গল–এর আয়োজন সুনীল গঙ্গোপাধ্যায় ও নবনীতা দেবসেন স্মরণে সাহিত্য বাসর। উপস্থিত ছিলেন মৃদুল দাশগুপ্ত, দেবশঙ্কর হালদার, তন্ময় চক্রবর্তী, অগ্নি রায়, সেবন্তী ঘোষ, নির্মাল্য মুখোপাধ্যায়, অপু দে–সহ বিশিষ্ট জনেরা।